পিরোজপুর
পিরোজপুর/ ঘূর্ণিঝড় কেড়ে নিলো নিঃসন্তান বিধবার একমাত্র ঘর
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে নিঃসন্তান বিধবা নুরাবানু বেগমের একমাত্র ঘর বিধ্বস্ত হয়েছে। এখন তিনি অন্যের ঘরে মানবেতর জীবনযাপন করছেন।মঙ্গলবার সকালে তিনি বলেন, ‘আমার কোনো সন্তান নেই। স্থানীয়দের সহযোগিতায় খেয়ে না খেয়ে বেঁচে আছি। কিন্তু গেল ঘূর্ণিঝড় রেমালে গভীর রাতে আমার সব শেষ। একমাত্র মাথা গোজার ঘরটিও ভেঙে গেছে।’
নুরাবানু বেগম উপজেলা দক্ষিণ ভিটাবাড়ীয়া গ্রামের মরহুম আ: রশিদ হাওলাদারের স্ত্রী। তিনি জানান, প্রতিবেশীর একটি বড় রেইনট্রি গাছ তার ঘরের ওপর পড়ে তার ঘরটুকু সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। প্রভাবশালী ওই প্রতিবেশী এখনো গাছটি কাটেননি।
ফলে ঘরে থাকা আসবাপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে এবং বেশিভাগ জিনিসপত্র পানির স্রোতে ভেসে গেছে। বর্তমানে তিনি পাশের একটি ঘরে আশ্রয় নিয়েছেন। সন্তানহারা বিধবা নুরাবানু উপজেলা চেয়ারম্যান মো: মিরাজুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন আরাফাত রানার কাছে একটা ঘর বরাদ্দের জন্য জোড় আকুতি জানান।