পাথরঘাটা
পাথরঘাটায় মুক্তিযোদ্ধার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দিলেন তহশিলদার
নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনা পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তঃসিলদার মোঃ এনামুল হক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দিয়েছেন অভিযোগ পাওয়া যায়। চরদুয়ানী ইউনিয়নের ছয়েরাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন আমার পৈত্রিক সম্পত্তির উপর দীর্ঘ ত্রিশ বছর যাবত অক সপের ব্যবসা-বাণিজ্য করে আসছি।
হঠাৎ একদিন আমার নাতি সেন্টু কে ডেকে তঃসিলদার বলে আমার জমিতে ব্যবসা প্রতিষ্ঠান আমাকে ৫০০০০ হাজার টাকা দিতে হবে সেন্টু টাকা দিতে অস্বীকার করলে কোন কারণ দর্শন না দেখিয়ে গত কাল সকাল সময় এগারোটা দিকে তহসিলদার এনামুল হক কিছু লোকজন নিয়ে এসে আমার ওয়াক শপের ও ব্যবসা প্রতিষ্ঠানে উপর অতর্কিতভাবে হামলা ও ভাঙচুর লুটপাট শুরু করে। এতে আমার ওয়াক শপের মেশিনারিও অন্যান্য যন্ত্রপাতি দশ থেকে বার লক্ষ টাকার ক্ষতি হয়। কিছুক্ষণ পর পাথরঘাটা উপজেলা নির্বাহি অফিসার ঘটনা স্থানে আসেন এবং ভূমি অফিসের তঃসিলদার কে ডেকে সার্ভেয়ার দিয়ে জায়গা মাপার নির্দেশ দেন এবং তিনি আমাকে ক্ষতিপূরণের আশ্বস্ত করেন।
উক্ত জমি পরিমাপের পর দেখা যায় আমার ভেতর সরকারি কোনো জমি নেই। তঃসিলদার এনামুল হকের তিন থেকে চারজন দালাল রয়েছে এদের মাধ্যমে সরকারি খাস জায়গায় যে দোকানপাট রয়েছে তাহা উচ্ছেদ না করে তিনি তাদের মাধ্যমে টাকা-পয়সা নিয়ে থাকেন। এলাকায় তার দুর্নীতি ও অপকর্মের শেষ নেই। তাই আমি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এই জগন্য কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে চরদুয়ানী ভূমি অফিসের তহসিলদার মোহাম্মদ এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন তার পৈতৃক সম্পত্তির ভিতর আমাদেরও কিছু খাস সম্পত্তি রয়েছে।পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন ক্ষতি যে করেছে দায়ভার তার নিতে হবে। তবে বিষয়টি আমি আবার খতিয়ে দেখব।