ঝালকাঠি
নলছিটিতে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি হিসেবে রোববার সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ চত্বরে ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন। উপজেলা পরিষদের অর্থায়নে এ ম্যুরালটি নির্মাণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, মো. মজিবুর রহমান খন্দকার, জেলা পরিষদ সদস্য মো. ওয়াহেদ কবির খান,উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, সাবেক ভাইস চেয়ারম্যান মো. দুলাল শরীফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম. আখতারুজ্জামান বাচ্চু, প্রচার সম্পাদক জলিলুর রহমান আকন্দ, দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী তালুকদার, পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুম হোসেন, সাধারণ সম্পাদক জনার্ধন দাস প্রমুখ। এ সময় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।