বরিশাল
দাঁড়িয়ালে দুই সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।।
দাঁড়িয়ালে দুই সন্তানের জনকের রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবী পরকীয়া প্রেমের কারনেই জীবন দিতে হলো ঐ যুবকের।
নিহতের পরিবার সূত্রে জানা যায় বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কালেঙ্গা গ্রামের লোপতে-আলী হাওলাদারের ছেলে, দুই সন্তানের জনক রাসেল হাওলাদার (৩০)।
গতকাল শুক্রবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে পরকীয়া প্রেমিকাকে দেখতে আসেন। এরপরই পরিবারের লোকজনের কাছে খবর পৌঁছায় যে রাসেল বিষ খেয়েছে।
এরপর রাত ২টার দিকে শেবাচিম হাসপাতালেই মারা যায় রাসেল।
রাসেলের মৃত্যুর পরেই শেবাচিম হাসপাতাল থেকে পরকীয়া প্রেমিকা মোহনা ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে।
রাসেল পেশায় ভাড়ার মোটরসাইকেল চালক ছিলেন। নিহত স্বজনদের দাবী একই ইউনিয়নের কাটাদিয়া গ্রামের মোটরসাইকেল চালক শফিকের মেয়ে মোহনার সাথে দীর্ঘদিন যাবত পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যায় রাসেল।
গত কয়েকদিন আগে ঘুমের ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পরকীয়া প্রেমিকা মোহনা শেবাচিম হাসপাতালে ভর্তি হলে, মোহনার মা মোবাইল ফোনে রাসেলকে শেবাচিম হাসপাতালে আসতে বলেন।
গতকাল সকাল ১০টার দিকে মোহনাকে দেখতে শেবাচিম হাসপাতালে আসেন রাসেল। এবং সেখানে বসে রাসেলকে বিষ খাওয়ানো হয়েছে বলে নিহতের পরিবারের দাবী।
এঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে, রাসেলের মৃত্যুর ঘটনায় পরকীয়া প্রেমিকা ও তার পরিবারের নামে মামলা দায়ের করবেন বলে জানান নিহত রাসেলের মা রাশেদা বেগম।
নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন এস আই রিয়াজ।