দশমিনা
দশমিনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর দশমিনায় পুকুরের পানিতে ডুবে মো: আরমাল নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের দশমিনা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আরমান ওই গ্রামের মো: মামুন চৌকিদারের ছেলে।
জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু আরমান বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বসত ঘরের সামনে ডোবায় আরমানকে ভাসতে দেখে পরিবারের সদস্যসহ স্থানীয়রা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় দশমিনা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন ওই শিশুর পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।