দশমিনা
দশমিনায় তীব্র পেট্রোল সংকট : ভোগান্তিতে চালক ও যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর দশমিনায় তিন দিন ধরে তীব্র পেট্রোল সংকটের সৃষ্টি হয়েছে। পেট্রোলের সরবরাহ কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে কিছু দোকানে পেট্রোল থাকলেও তা বাড়তি দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
আর এর প্রভাব পড়েছে পেট্রোলচালিত যানবাহনে। ওইসব যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এতে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে চালক ও যাত্রীদের মধ্যে।
উপজেলার নলখোলা বন্দরের মোটরসাইকেল চালক রফিক, মোশারেফ, মনির হোসেন ও মিন্টু জানান, গত তিন দিন ধরে উপজেলার কোথাও পেট্রোল পাওয়া যাচ্ছে না। আর দু-একটি দোকানে পাওয়া গেলেও তার দাম নেয়া হচ্ছে অতিরিক্ত। প্লাস্টিকের বোতলে লিটার মেপে আগে বিক্রি হতো ৯০ টাকা দরে। এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। তাই চালকরাও ভাড়া বাড়িয়েছেন। তবে চালকদের দাবি, সিন্ডিকেট করে পেট্রোলের দাম বাড়ানো হচ্ছে।
উপজেলার নলখোলা বন্দরের পেট্রোল ব্যবসায়ী জুয়েল প্যাদা জানান, তিন দিন ধরে পাইকারিভাবে পেট্রোল পাওয়া যাচ্ছে না। পাইকারদের কাছে ফোন করলেও তারা জানাচ্ছেন পেট্রোল সরবরাহ নেই।
এ বিষয়ে অ্যাডভোকেট এনামুল হক রতন, পরেশ চন্দ্র ও জাকির হোসেন নামে যাত্রীরা অভিযোগ করে বলেন, দশমিনায় পেট্রোল না থাকায় অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। আগে দশমিনা-পটুয়াখালী মোটরসাইকেলে ভাড়া নেয়া হতো ২০০ টাকা (দু’জন)। বর্তমানে ২৫০ থেকে ৩০০ টাকা। এতে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।
এ ব্যাপারে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল বলেন, অতিরিক্ত টাকায় পেট্রোল বিক্রি করা হয়েছে এমন অভিযোগ পেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।