দশমিনা
দশমিনায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর দশমিনায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাছুয়াখালী বাজার থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাছুয়াখালী বাজারে কয়েক দিন ধরে অজ্ঞাত (৬০) ওই বৃদ্ধ ঘুরাফেরা করছিলেন। সোমবার সকালে ওই বৃদ্ধের মরদেহ বাজারে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দশমিনা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।