বরিশাল সদর
এলাকাবাসীর ক্ষোভ
মনোনয়ন ছাড়াই চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় প্রচারণা
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন নিয়ে চলছে প্রতারণা। দলীয় মনোনয়ন ছাড়াই নিজেকে চেয়ারম্যান প্রার্থী দাবী করে ইতিমধ্যে প্রচারনায় নেমে পড়েছেন রায়পাশা কড়াপুর ইউনিয়নের চৌধুরী মিজানুর রহমান জাকির নামে এক ব্যক্তি।
ব্যানার, ফেস্টুন, পোস্টার ও ক্যালেন্ডারে আ.লীগের মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এলাকাসাীকে। পাশাপাশি নিজের ছবির সাথে বাংলাদেশ আ.লীগ সভাপতি শেখ হাসিনা ও নৌকা প্রতীকের ছবি ছাপিয়ে প্রচারণা করছেন। আর এতে করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাঝে বিভ্রান্তি শুরু হয়েছে।
সূত্রমতে, গত কয়েক বছর আগেই সম্পন্ন হয়েছে বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন। তবে এখনো নতুন করে স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। সূত্রে জানা যায়, ২০১৬ সালের মার্চ মাসে ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনের নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন এখনো দায়িত্বে রয়েছেন। তাছাড়া রায়পাশা-কড়াপুর ইউনিয়নের নির্বাচনের তফশিলও ঘোষণা করা হয়নি এখনো। কিন্তু এর আগেই ওই ইউনিয়নে নিজেকে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষনা দিয়ে ব্যানার, ফেস্টুন, পোস্টার ছাপিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার এধরনের প্রতারণায় এলাকাবাসী ও স্থানীয় আ.লীগের নেতাকর্মীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ক্যালেন্ডার ও পোস্টার সাটানো চৌধুরী মিজানুর রহমান জাকির বলেন, আমি দীর্ঘ ১৭ বছর রায়পাশা কড়াপুরে ইউনিয়ন আ.লীগ কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম। বর্তমানে কমিটিরও সহ-সভাপতি রয়েছি বলে দাবী করেন। তবে এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জানান, মিজানুর রহমান জাকির দীর্ঘদিন চট্রগ্রামে মানবাংলা নামে একটি লিফট কোম্পানীতে ম্যাানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রতি বছর ঈদ-কুরবানী’র সময় এসে ব্যানার ছাপিয়ে ঈদের শুভেচ্ছা জানান দিতেন। এরপরে আবার চট্রগ্রামে নিজের কর্মস্থলে চলে যেতেন।
স্থানীয় নেতাকর্মীরা আরো জানায়, জাকির বর্তমানে আওয়ামীলীগের কোন কর্মী নয়। এমনকি ইউনিয়নে তার কোন পদ নেই। আর বর্তমান কমিটি এখনো প্রস্তাবিত, ফুল কমিটি পাশ হয়নি। যদি সহ-সভাপতি দাবী করে থাকে তাহলে জাকির চৌধুরী মিথ্যা কথা বলে ইউনিয়নের জনগণ ও দলীয় নেতাকর্মীদের সাথে প্রতারণা করছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন বলেন, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। এমতাবস্থায় কি করে দলীয় প্রতীক ব্যবহার করে চেয়ারম্যান পদে শুভেচ্ছা অভিনন্দন জানায়, এটা আমার বোধগম্য নয়। এ ধরনের কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্বঘোষিত এই প্রার্থী রঙিন ব্যানার, ফেস্টুন, ক্যালেন্ডার করে কি বুঝাতে চেয়েছেন সে ব্যাপারে ইউনিয়নবাসী জেলা আ.লীগের হস্তক্ষেপ কামনা করছেন।