ঝালকাঠি
ঝালকাঠিতে আওয়ামী লীগের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ॥ নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে পুলিশসহ সাধারণ মানুষের ওপর হামলা ও সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ বিক্ষোভ সমাবেশ পালন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন- দেশকে অশান্ত করতে চাচ্ছে বিএনপি। এছাড়া দেশে নব্য পাকিস্তান সৃষ্টি এবং সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টির পায়তারা করছে দলটি।
সমাবেশে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।