পটুয়াখালী
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক ॥ “সময়ের অঙ্গীকার,কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “সময়ের অঙ্গীকার,কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন।
এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তর এর ডে-কেয়ার ইনচার্জ রেখা রানী হালদার এর সঞ্চালনে বক্তব্য রাখেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম। এসময় বক্তারা বলেন, আগামী দিনের বাংলাদেশের যারা নেতৃত্ব যারা দেবেন তারাই হচ্ছেন আজকের কন্যা শিশুরা।
২০৪১ সালে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন সে স্বপ্ন বাস্তবায়নে কন্যাশিশুরাই শিশুরাই অগ্রনী ভূমিকা পালন করবে।