সারাদেশ
‘ছাত্রলীগ মরলে ৯০ ভাগ মানুষ আলহামদুলিল্লাহ বলে’ পোস্ট দিয়ে পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক : ‘ছাত্রলীগ মরলে ৯০ ভাগ মানুষ আলহামদুলিল্লাহ বলে’ ফেসবুকে এমন পোস্ট দিয়ে সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারী এই ছাত্রলীগ নেতার নাম তাহমিদ হোসেন। তিনি পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক। এদিকে ফেসবুক পোস্ট দিয়ে পদত্যাগের পর মঙ্গলবার রাতে তাকে দল থেকে বহিষ্কার করে পৌর ছাত্রলীগ।
জানা যায়, তাহমিদ আহমদ মঙ্গলবার তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন ছাত্রলীগকে নিয়ে। এতে তিনি লিখেন, ‘যে ছাত্রলীগ মরলে ৯০% মানুষ আলহামদুলিল্লাহ বলে, সেই সংগঠনের একজন কর্মী থেকে আজকে বিদায় নিলাম’।
তার ফেসবুক আইডি ঘুরে দেখা যায়, এর আগে তিনি চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় আহতদের সহমর্মিতা জানিয়ে কয়েকটি ছবি দিয়ে তার নিজ আইডি থেকে পোস্ট করেন। এ বিষয়ে জানতে চাইলে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিম রহমান ছানি বুধবার জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পৌর ছাত্রলীগ থেকে তাহমিদ হোসেনকে বহিষ্কার করা হয়েছে। ফেসবুকে দেখেছি তিনি ছাত্রলীগকে নিয়ে লেখালেখি করছেন। আমরা তাকে সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় বহিষ্কার করেছি।
এদিকে পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল মাহিদ শাওন তার ফেসবুক আইডিতে তাহমিদ আহমদকে বহিষ্কারের এক বিজ্ঞপ্তি পোস্ট করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগের গোলাপগঞ্জ পৌর শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকায় পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক তাহমিদ হোসেনকে তার স্বীয় পদ থেকে বহিষ্কার করা হলো।