জাতীয়
চট্টগ্রাম বিভাগে নতুন ১৯ করোনা রোগী শনাক্ত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জন করোনা রোগী শনাক্ত করেছে সীতাকুণ্ডে অবস্থিত ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)। এদের মধ্যে নগরের সরাইপাড়ার একজন, ১৭ জন লক্ষ্মীপুর জেলার ও একজন ফেনীর ছাগলনাইয়া এলাকার বসিন্দা।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার চট্টগ্রামের বিআইটিআইডিতে ১১১ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের সরাইপাড়ার একজন, লক্ষ্মীপুরের ১৭ জন ও ফেনীর একজন রয়েছেন।