চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জন করোনা রোগী শনাক্ত করেছে সীতাকুণ্ডে অবস্থিত ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)। এদের মধ্যে নগরের সরাইপাড়ার একজন, ১৭ জন লক্ষ্মীপুর জেলার ও একজন ফেনীর ছাগলনাইয়া এলাকার বসিন্দা।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার চট্টগ্রামের বিআইটিআইডিতে ১১১ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের সরাইপাড়ার একজন, লক্ষ্মীপুরের ১৭ জন ও ফেনীর একজন রয়েছেন।