আগৈলঝাড়া
ক্রিকেট বিশ্বকাপের রেপ্লিকা বানালেন সম্রাট
ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উন্মাদনার শেষ নেই। যদিও এখনো প্রথম রাউন্ড শেষ হয়নি। আর সেমি ফাইনালে যেতে পারবে মাত্র চারটি দেশ। সেই সেমি ফাইনালে ওঠার আগেই বিশ্বকাপের রেপ্লিকা বানিয়ে রেখেছেন ভারতের এক ভক্ত। তাতে লিখে রেখেছেন ভারতের নাম। সবচেয়ে মজার বিষয়, রেপ্লিকাটি তৈরি করা হয়েছে শুধু মিষ্টি দিয়ে।
জানা যায়, ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের আগেই কলকাতায় দেখা মিলল মিষ্টিজাত বিশ্বকাপের। কিন্তু কিভাবে সম্ভব? সূত্র বলছে, শুধু সম্ভবই নয়, এ বিশ্বকাপ ছুঁয়েও দেখতে পারবেন যে কেউ। আবার ইচ্ছা হলে খেতেও পারবেন। কেমন আজব লাগছে কথাগুলো। হ্যাঁ, এমনই এক আজব রেপ্লিকা তৈরি করেছেন কলকাতার এক মিষ্টির কারিগর।