দশমিনা
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম করার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি ॥ পটুয়াখালীর দশমিনায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে (২৪) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মো. সাইফুল মীর নামে মুদি-মনোহারির এক ব্যবসায়ীর বিরুদ্ধে।
ওই গৃহবধূর রক্তাক্ত অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বর্তমানে গৃহবধূ জেসমিন দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন।
আহত গৃহবধূ দেশ জনপদের কাছে অভিযোগ করেন, প্রায় ১০ বছর আগে উপজেলার আলীপুরা ইউনিয়নে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই গ্রামের মৃত ফজলু মীরের ছেলে মো. সাইফুল মীর বিভিন্নভাবে জ্বালাতন ও নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি স্থানীয় বিভিন্ন মহলকে জানালেও কেউ এর সমাধান দেননি।
শনিবার সকাল ৭টার দিকে ওই গৃহবধূর পরিবারের কাছে তিন হাজার টাকা ধারের দুই হাজার টাকা পাওয়ার অজুহাতে সাইফুল তাদের বাড়িতে গিয়ে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা করে। এতে বাধা দিলে সাইফুল দা দিয়ে কুপিয়ে তার মাথায় জখম করে মারধর করে।
এ ঘটনায় গৃহবধূর পরিবার শনিবারই দশমিনা থানায় একটি লিখিত অভিযোগ করেছে। তবে দশমিনা থানার ওসি মেহেদী হাসান বলেন, আলীপুরার কোনো অভিযোগ পাননি।
অভিযোগের বিষয় সাইফুল মীরের দাবি, জেসমিনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি তাদের কাছে দোকানের পণ্যের টাকা পাই। আর ওই টাকা চাইতে গেলে আমার স্ত্রীর সঙ্গে দা হাতে নিয়ে সে খারাপ আচরণ করে। আমি তাকে মারধর ও কুপ্রস্তাব দেইনি।