আগৈলঝাড়া
বরিশালে মাদক উদ্ধারে বাধা দেওয়ায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় মাদক উদ্ধারে বাধা দেওয়ার অভিযোগে শামিম মিয়া নামের এক ইউপি সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে আটক করা হয় তাদের। এ সময় তাদের কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ইউপি সদস্যের নাম শামিম মিয়া (৪০)। তিনি আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
গ্রেপ্তার বাকিরা হলেন, বরিশালের গৌরনদী উপজেলার শাহ আলম বেপারীর ছেলে মো.জহিরুল ইসলাম (৩৩), কামাল হোসেনের ছেলে মো. তপু তালুকদার (৩১), আগৈলঝাড়া উপজেলার মাজেদ মিয়া ছেলে মো. শাহ আলম মিয়া (৩৫)।
মামলা ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের কাজিরহাট বাজারের জলিল মোল্লার চায়ের দোকানের সামনে পাকা সড়কে পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। রাত ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি দ্রুতগতিতে অতিক্রম করছিলেন। পুলিশ মোটরসাইকেলটি থামানোর পর তল্লাশি করে জহিরুলে প্যান্টের পকেটে ৫০ পিস ইয়াবা ও মো. তপু তালুকদারের প্যান্টের কাছে ১৫ পিস ইয়াবা পায়। পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ খাজুরিয়া গ্রামে শাহ আলম মিয়ার ঘর থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সূত্র জানায়, ইউপি সদস্য শামিম মিয়া মাদক উদ্ধারে তল্লাশীর কাজে সহায়তা না করে মাদক কারবারিদের পক্ষ নিয়ে মাদক উদ্ধার ও আসামিদের আটকে বাধা সৃষ্টি করেন। এ ঘটনায় আটক করা হয় তাকে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আগৈলঝাড়া থানা এসআই মিলটন মণ্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।