বরিশাল
বরিশালে পাখির খাবারের বস্তার ভেতর মিলল গাঁজা, মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক : বরিশালে পাখির ব্যবসার আড়ালে মাদক সরবরাহ ও বিক্রির অভিযোগে শাহ মো. সাইফুল্লাহ (৩৮) নামের এক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় পাখির খাবার ধানের বস্তার ভেতর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটক শাহ মো. সাইফুল্লাহ নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের গণপাড়া দিঘীরপাড় এলাকার বাসিন্দা ও কাশিপুর বাজার এলাকার ‘মেহেন্দিগঞ্জ পাখি ঘর’ নামক দোকানের মালিক।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার পরিদর্শক মো. ছগির হোসেন এ তথ্য সত্যতা নিশ্চিত করে জানান, আটক শাহ মো. সাইফুল্লাহর কাছে বিপুল পরিমাণে গাঁজা রয়েছে সেটি তার পরিবারের সদস্যদের মাধ্যমেই ডিবি পুলিশ জানতে পারে।বিষয়টি জানার পর প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়ে বিকেলে শাহ মো. সাইফুল্লাহর মালিকানাধীন কাশিপুর বাজারস্থ ‘মেহেন্দিগঞ্জ পাখি ঘর’ নামক দোকানে অভিযান চালানো হয়। অভিযানে পাখির খাবার ধানের বস্তার ভেতরে একটি প্যাকেট পাওয়া যায়। আর ওই প্যাকেট থেকেই ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটককৃতের দেয়া প্রাথমিক তথ্যের সূত্রে পুলিশ জানিয়েছে, স্থানীয় পেশাদার মাদক কারবারি রাজার সাথে শাহ মো. সাইফুল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মূলত রাজাসহ অনেকে শাহ মো. সাইফুল্লাহর কাছে থাকা মাদক নিয়ে বিক্রি করতো, আর এভাবে সেও লাভবান হতো।
এসব মাদক কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থান থেকে নিয়ে এসে শাহ মো. সাইফুল্লাহর মাধ্যমে কৌশলে বরিশালের বিভিন্নস্থানে বিক্রি করা হতো।