বরিশাল
মেহেন্দিগঞ্জ-কাজীরহাট কমিটি বিলুপ্ত, জাপা নেতাকর্মীদের বিএনপিতে যোগদান
জাতীয় পার্টি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও কাজীরহাট থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এ কমিটির সব নেতাকর্মী ও তাদের সমর্থক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।
এ উপলক্ষে শনিবার দুপুর ১২টায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী রাজিব আহসানের বাড়িতে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই রাজিব আহসানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। একই এসময় জাতীয় পার্টির মেহেন্দিগঞ্জ উপজেলা ও কাজীরহাট থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিএনপিতে যোগদান করা মিজানুর রহমান বলেন, জাতীয় পার্টি সাংগঠনিকভাবে ভঙ্গুর অবস্থায় রয়েছেন। দলের কোনো কার্যক্রম না থাকায় আমরা সংগঠন থেকে সরে দাঁড়িয়েছি।
তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের আদর্শ ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বের প্রতি ভালোলাগা থেকেই আজকে মেহেন্দিগঞ্জ উপজেলার প্রায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছি।’
জাতীয় পার্টির নেতাকর্মীদের বরণ করে নিয়ে রাজিব আহসান বলেন, ‘আমাদের এই আসন (হিজলা-মেহেন্দিগঞ্জ) বিশেষ করে এই মেহেন্দিগঞ্জ উপজেলায় আমরা সবাই সবার পরিচিত। এখানে ভিন্ন মত থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে কিন্তু একটা জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। সেটি হলো মেহেন্দিগঞ্জ এর নামের আগে যে অবহেলিত শব্দটা বলা হয় সেটি বাদ দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া প্রমুখ।


