সারাদেশ
প্রেম করে বিয়ের ৬ মাস পর ডিভোর্স, ট্রেনের সামনে ঝাঁপ দিলো স্বামী
স্ত্রী ডিভোর্স দেওয়ায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে সিয়াম হোসেন (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। বুধবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিয়াম সদর উপজেলার খাজানগর এলাকার সাইদুর রহমানের ছেলে। ছয় মাস আগে প্রেম করে বিয়ে করেছিল সিয়াম। তবে স্ত্রীর পরিবারের অসম্মতি ও সম্পর্কের টানাপোড়েনে কয়েকদিন আগে তাদের বিচ্ছেদ ঘটে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের শোক সইতে না পেরে সিয়াম আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্ক থেকে ছয় মাস আগে বিয়ে করলে সিয়ামের পরিবার মেনে নেয়। কিন্তু মেয়ের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। এ নিয়ে মাঝে মধ্যেই পারিবারিক কলহের সৃষ্টি হতো। এসব কারণে সিয়ামের মধ্যে হতাশা কাজ করছিল। কয়েকদিন আগে সিয়ামকে তার স্ত্রী তালাক দেয়। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের শোক সইতে না পেরে সে এমন ঘটনা ঘটিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে সিয়াম নামে একজন আত্মহত্যা করেছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি একটি আত্মহত্যা।