বরিশাল
স্বেচ্ছাসেবক দল সহ-সম্পাদক খুন, মাস্টারমাইন্ড যুগ্ম সম্পাদক মিল্টন গ্রেপ্তার
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত সহ-সম্পাদক লিটন সিকদার ওরফে লিটু হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিয়াজ মাহমুদ খান মিল্টনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি একই কমিটির যুগ্ম সম্পাদক বলে নিশ্চিত হওয়া গেছে। বুধবার বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দাপুলিশের পরিদর্শক মো. ছগির হোসেনের নেতৃত্বে একটি টিম শহরের কাউনিয়া বাগানবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গোয়েন্দাপুলিশ জানিয়েছে, বরিশাল সদর উপজেলার কাশিপুর বিল্লবাড়ি এলাকার বাসিন্দা লিটন সিকদার ওরফে লিটু হত্যা মামলার অন্যতম আসামি মিল্টন খান। নিহত লিটুর বোন মুন্নি আক্তার গত ১ আগস্ট স্বামী জাকির গাজী এবং ভাইয়ের রাজনৈতিক প্রতিপক্ষ মিল্টন খানসহ ৪০ জনকে অভিযুক্ত করে সংশ্লিষ্ট বিমানবন্দর থানায় একটি মামলা করেন। মামলার আগে এবং পরে পুলিশ ঘটনায় জড়িত ৫জনকে গ্রেপ্তার করে। সবশেষ বুধবার বিকেলে আলোচিত মিল্টন খানকে গ্রেপ্তার করা হলো।
বিভিন্ন মাধ্যম নিশ্চিত করে, নিহত লিটু এক সময়ে মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মিল্টন খানের অনুসারী ছিলেন। একাধিক মামলার আসামি লিটন ২০২৪ সালের ৫ আগস্টের পরে এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত করেন। এনিয়ে তাদের দুজনের মধ্যে সম্পর্কের অবনতিও ঘটে। এরই মধ্যে জুলাই মাসের শেষের দিকে প্রকাশ্যে আসে লিটনের বোনের স্বামী জাকির গাজীর দ্বিতীয় বিয়ের বিষয়টি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় বিয়ে করার বিষয়টি প্রকাশ্যে আসলে জাকিরকে তার স্ত্রী মুন্নি আক্তার এবং ভাই লিটু ঘরে আটকে নির্যাতন করেন। এই খবর পেয়ে গত ২৭ জুলাই মিল্টন অনুসারীদের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় সংশ্লিষ্ট বিমানবন্দর থানায় জকির গাজী স্ত্রী মুন্নি আক্তার এবং শ্যালক লিটুর বিরুদ্ধে একটি মামলা করেন। পাল্টা পদক্ষেপ হিসেবে একই দিনে জাকির গাজীর বিরুদ্ধেও বিমানবন্দর থানায় যৌতুক দাবিসহ মারধরের অভিযোগে মামলা করেন মুন্নি বেগম।
স্থানীয়রা জানিয়েছে, পাল্টা-পাল্টি মামলাকে কেন্দ্র করে বিল্লবাড়িতে উত্তেজনা সৃষ্টি হয়। এবং স্বেচ্ছাসেবক দল নেতা লিটুর শাস্তির দাবি করে বোন জামাই জাকিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলও হয়। মাঠপর্যায়ে লিটুর শাস্তির দাবিতে জাকিরসহ গুটিয়েক লোকজন সোচ্চার থাকলেও নেপথ্যে থেকে তাদের পরিচালনা করার অভিযোগ ওঠে স্বেচ্ছাসেবক দল নেতা মিল্টনের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার আদালত থেকে মামলায় জামিন নিয়ে এলাকায় প্রবেশ করলে লিটুর বাসভবনে হামলা-ভাঙচুর চালানোর পাশাপাশি তাকেসহ অন্তত ৫/৬জনকে কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক দল নেতা লিটু মৃত্যুবরণ করেন। এই হত্যাকান্ডে সময় একাধিক ব্যক্তিকে লিটুর শত্রু মিল্টনের সাথে মুঠোফোনে কথা বলতে শোনা যায়। এবং ভুক্তোভোগী পরিবারের পক্ষ থেকেও অভিযোগ করা হচ্ছিল, হত্যাকান্ডের মাস্টারমাইন্ড খোদ স্বেচ্ছাসেবক দল নেতা মিল্টন।
একদিন বাদে শুক্রবার এই ঘটনায় স্বামী জাকির গাজীসহ ৪০ জনকে অভিযুক্ত করে বিমানবন্দর থানায় একটি মামলা করেন মুন্নি বেগম। সেই মামলার অন্যতম অভিযুক্ত রিয়াজ খান মিল্টনকে বুধবার বিকেলে গ্রেপ্তার করল গোয়েন্দাপুলিশ। তবে লিটু হত্যাকান্ডের মাস্টারমাইন্ড এই মিল্টনই কী না তা নিয়ে আগেভাগে মন্তব্য করতে চাইছে না পুলিশ।
এক্ষেত্রে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. রিয়াজ হোসেনের ভাষ্য হচ্ছে, ভুক্তভোগী পরিবারের অভিযোগ থাকতে পারে, কিন্তু তদন্তের আগে নিশ্চিত কিছু বলা সম্ভব হচ্ছে না। প্রয়োজন হলে এই অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।’