সারাদেশ
ধানক্ষেতে কামড় খেয়ে জীবিত রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক
রাজবাড়ীর পাংশায় ধানের ক্ষেতে কাজ করার সময় মো. হেলাল বিশ্বাস নামের এক কৃষককে কামড় দেয় বিষধর রাসেলস ভাইপার সাপ। এরপর তিনি জীবিত অবস্থায় সেই সাপটিই ধরে হাসপাতালে নিয়ে হাজির হন।
শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করার সময় তাকে কামড় দেয় সাপটি। তিনি ওই ইউনিয়নের শাহামীরপুরের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।
জানা গেছে, সকালে পদ্মার চর এলাকায় ধানের ক্ষেতে কাজ করার সময় হেলাল বিশ্বাস হঠাৎ তার পায়ে কামড়ের ব্যথা অনুভব করেন। পরে নিচে তাকিয়ে দেখেন একটি বিষধর রাসেলস ভাইপার সাপ তাকে কামড় দিয়েছে। সঙ্গে থাকা অন্যান্য কৃষকের সহায়তায় সাপটিকে আটক করে দ্রুত তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সাপে কাটা কৃষকের চাচাতো ভাই বাদশা বিশ্বাস জানান, খবর পেয়ে আমরা দ্রুত সেখানে গিয়ে হেলালকে উদ্ধার করি।
সাপটিও সঙ্গে নিয়ে হাসপাতালে আসি যাতে চিকিৎসকরা সঠিকভাবে শনাক্ত করতে পারেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, রোগী নিজেই জীবিত সাপসহ হাসপাতালে এসেছে। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।


