জাতীয়
একবছরে ২৭ হাজারের বেশি দুর্ঘটনা, সিগারেট-চুলা থেকে আগুন লাগে বেশি
সদ্য বিদায়ী ২০২৩ সালে সারাদেশে ২৭ হাজার ৬২৪টি অগ্নিকাণ্ড ঘটেছে। আর দিনে গড়ে ৭৭টি আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এসব ঘটনায় সারাদেশে ২৮১ জন আহত ও ১০২ জন নিহত হয়েছেন।
সে সঙ্গে অগ্নিকাণ্ডে ৭৯২ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে। বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা এবং গ্যাসলাইন থেকে আগুন লাগার ঘটনা বেশি ঘটেছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, ২০২৩ সালে সারাদেশে ২৭ হাজার ৬২৪টি অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। যা দিনে গড়ে ৭৭টি ঘটনা। এ আগুন লাগার ঘটনায় বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা এবং গ্যাসলাইন থেকে বেশি ঘটেছে। সারাদেশে এসব অগ্নিকাণ্ডে ৭৯২ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ১৪ টাকা সম্পদের ক্ষতি হয় এবং ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের মাধ্যেমে ১ হাজার ৮০৮ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৩২৯ টাকার সম্পদ রক্ষা করে।
এছাড়া অগ্নিকাণ্ডে সারাদেশে ২৮১ জন আহত ও ১০২ জন নিহত হন।
এদিকে, আগুন নির্বাপণের সময় ৪৮ জন বিভাগীয় কর্মী আহত এবং অগ্নি নির্বাপণে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একজন কর্মী নিহত হন।
পরিবহনের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৩ সালে সারাদেশে স্থলপথে চলে এমন যানবাহনে ৫০৬টি, নৌযানে ৭৩টি এবং ট্রেনে ১২টি অগ্নিকাণ্ড ঘটে।
এছাড়া অগ্নিকাণ্ডে আহত-নিহতদের পর্যালোচনায় দেখা গেছে, আহত ও নিহতদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। সারাদেশে ২৮১ জন আহতের মধ্যে পুরুষ ২২১ ও নারী ৬০ জন এবং নিহত ১০২ জনের মধ্যে ৭৩ জন পুরুষ ও ২৯ জন নারী।