উজিরপুর
উজিরপুরে ওয়ারেন্ট ভুক্ত আসামি করে দোকানদারি ধরেনা পুলিশ
নিজস্ব প্রতিবেদক ॥ আদালতকে বৃদ্ধা আঙুল দেখিয়ে বীরদর্পে দোকানদারি করছে ওয়ারেন্ট ভুক্ত আসামি টিপু, অর্থের বিনিময়ে ধরছেনা উজিরপুর থানা পুলিশ।
চেক ডিজঅনার মামলায় উজিরপুরের মোঃ টিপুকে ৬ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বরিশালের যুগ্ম জেলা জজ ওই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিলেন। বিচারক গ্রেফতারী পরোয়ানা জারী করলেও আসামীকে পুলিশ গ্রেফতার করছে না বলে বাদী মোঃ হুমায়ুন কবির জানান।
দণ্ডপ্রাপ্ত আসামী হচ্ছেন উজিরপুর ডহরপাড়া নিবাসী মেসার্স জাহান ট্রেডার্সের মালিক মৃত নাজেম এর ছেলে মোঃ টিপু। মামলার নথি সূত্রে জানা গেছে, উজিরপুরের পূর্ব নারায়নপুর গ্রামের মোঃ হুমায়ুন কবির মামলায় উল্লেখ করেন আসামী বাদীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬ লাখ টাকার রড সিমেন্ট নেন। এতে ৬ লাখ টাকা পাওনা হয়। আসামীর নিকট টাকা চাইলে ২০১৭ সনের ২০ জুলাই উজিরপুর সোনালী ব্যাংক গুঠিয়া শাখায় উক্ত টাকার চেক দেওয়া হয়। ২০১৭ সনের ১৪ নভেম্বর ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়। ২০১৭ সনের ১৬ নভেম্বর উকিল নোটিশ দিলে আসামী কোন জবাব দেননি।
এ ব্যাপারে মামলা করলে বিচারক ২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী পলাতক থাকায় গ্রেফতারী পরোয়ানা জারী করেন। বর্তমানে গুঠিয়া ব্রিজের ঢালে দোকানদারি করে ও পুলিশের সামনে ঘোরাফেরা করলেও আসামীকে গ্রেফতার করছে না বলে বাদী অভিযোগ করেন। এ বিষয় উজিরপুর থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান বলেন বিষয়টি আমার জানা নেই, তবে এখন যেহেতু যেনেছি আমি যথাযথ ব্যবস্থা নিচ্ছি।