বরিশাল
বরিশাল বারের দায়িত্ব নিলেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা আইনজীবী সমিতির কার্যকরি পরিষদের দায়িত্ব নিয়েছেন গত নির্বাচনে পরাজিত বিএনপি-জামায়াতপন্থী প্রার্থীরা। এছাড়াও নতুন করে একটি উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
বুধবার বরিশাল জেলা আইনজীবী সমিতির দোতলায় এক তলবী সভায় এ সিদ্বান্ত নেয়া হয় বলে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. আবুল কালাম আজাদ জানিয়েছেন।
তিনি জানান, গত ২২ ডিসেম্বর বরিশাল জেলা আইনজীবী সমিতির তলবী সভা আহবান করার জন্য সভাপতির কাছে আবেদন করেছিলাম। এতে বরিশাল জেলা আইনজীবী সমিতির ৪২২ জন সদস্য স্বাক্ষর করে। নিয়ম অনুযায়ী তিনি তলবী সভা আহবান করেননি। তাই আবেদন করা ৪২২ জন সদস্য উপস্থিত হয়ে তলবী সভা করেছি। আইন অনুযায়ী আবেদন করা ১ নম্বর সদস্য এ্যাড. মুজিবুর রহমান নান্টু সভায় সভাপতিত্ব করেন।
সভার সর্বসম্মতিক্রমে আইনজীবী সমিতির বির্তকিত নির্বাচন কমিশন বাতিল করে নতুন করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ১৩ ফেব্রুয়ারি সমিতির নির্বাচনের দিন ঘোষণা করবেন। নির্বাচন শেষে নতুন কমিটির কাছে সমিতির দায়িত্ব হস্তান্তর করবেন।
এছাড়া সমিতির গত নির্বাচনে বর্তমান কার্যকরি কমিটি ভোট জালিয়াতির মাধ্যমে সভাপতি প্রার্থী এ্যাড. সাদিকুর রহমান লিংকন ও সাধারণ সম্পাদক মির্জা মো. রিয়াজ হোসেনসহ বিএনপি ও জামায়াতপন্থী পরিষদের প্রার্থীদের পরাজিত দেখিয়েছে। পরে নিজেদের বিজয়ী দেখিয়ে অবৈধভাবে কার্যকরি পরিষদ দখল করে। তাই বর্তমান অবৈধ কমিটি বাতিল করে লিংকন ও রিয়াজ পরিষদের প্রার্থীদের দায়িত্ব দেয়া হয়।
৮ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। বর্তমান দায়িত্বপ্রাপ্ত কমিটি উপদেষ্টা পরিষদের অনুমতিক্রমে সমিতির যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। সভায় বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. গোলাম কবির বাদল বলেন, আমার কাছে গত ২২ ডিসেম্বর আবেদন করে। সিভিল কোর্ট বন্ধ থাকায় ২ জানুয়ারি সভা আয়োজন করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা সেটা না মেনে একটা সভা করেছে। ওই তলবী সভা গঠনতন্ত্র মোতাবেক হয়নি। এটা একটা প্রহসনের সভা হয়েছে। এ নিয়ে আমি কোন মন্তব্য করবো না।