বরিশাল
অভিভাবকহীন বরিশাল জিলা স্কুল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক : অভিভাবকহীন অবস্থায় চলছে বরিশাল জিলা স্কুল। দীর্ঘদিন এই স্কুলে সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে স্কুলটির যাবতীয় কার্যক্রম। যার কারণে বিভাগীয় শহরের ঐতিহ্যবাহী এই স্কুলের শিক্ষা কার্যক্রমে নানা সংকট তৈরি হচ্ছে।
বরিশাল জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নূরুল ইসলামকে (যিনি সরাসরি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত) ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে জামায়াত অপবাদ দিয়ে ঝালকাঠিতে বদলি করা হয়েছে। বিগত সরকারের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নূরুল হকের স্ত্রী পাপিয়া জেসমিনকে বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষকক হিসেবে আনার জন্য বিভিন্ন অপকৌশল ও ষড়যন্ত্রের আশ্রয় নেয়ার অভিযোগ উঠেছে। পাপিয়া জেসমিন অবসরে যাওয়ার পর বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে স্কুলটির যাবতীয় কার্যক্রম।