পটুয়াখালী
পটুয়াখালীতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে অঙ্গার গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি
পটুয়াখালীর বাউফলে গোয়ালঘরে দুর্বৃত্তের দেয়া আগুনে গবাদি পশুসহ অর্ধশত হাঁস-মুরগি পুড়ে অঙ্গার হয়ে গেছে। রোববার (৪ মে) রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত নিজাম উদ্দিন (৫০) পেশায় অটোরিকশাচালক। তিনি অভিযোগ করে বলেন, রাত ১টার দিকে তার বসতঘরসংলগ্ন গোয়ালঘরে গবাদি পশুর ডাক শুনে দরজা খুলে বের হতেই আগুন দেখতে পান। এরপর ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। কোনোমতে তাদের বসতঘরটি রক্ষা করা গেলেও পুড়ে অঙ্গার হয়ে যায় দুটি গরু, দুটি ছাগলসহ অর্ধশতাধিক হাঁস-মুরগি। এ সময় গবাদি পশুগুলো বাঁচাতে গিয়ে তার মুখমণ্ডল, পায়ের পাতাসহ শরীরের কয়েক স্থানে ঝলসে যায়।
পরিবারের অন্য সদস্যরা জানান, এর আগে তাদের বসতঘরে কয়েকবার চুরির ঘটনা ঘটে। এবার অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারউজ্জামান বলেন, ‘কোনো অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।’