বরিশাল
বরিশালে নকল প্রসাধনীসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক : দেশের নামিদামি কোম্পানির লোগো ব্যবহার করে নকল প্রসাধনী তৈরি শেষে বিক্রির সময় গ্রেফতার তিনজনকে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় তিনজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।সোমবার (৫ মে) দুপুরে নগরীর পোর্ট রোডের হোটেল সি-প্যালেস থেকে তাদের গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহরুখ আলম শান্তনু তাদের দণ্ড দেন। এ তথ্য নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে হৃদয় মিয়া, একই এলাকার মনু মিয়ার ছেলে শাহজালাল মিয়া ও রইছ মিয়ার ছেলে শফিক মিয়া। পুলিশ ইন্সপেক্টর ছগির হোসেন বলেন, অভিযুক্তরা ব্রাহ্মণবাড়িয়ায় এসব নকল প্রসাধনী তৈরি করে বরিশাল নিয়ে এসে তা হোটেলে বসে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করছিল। এই চক্রটি দীর্ঘদিন ধরে এসব নকল প্রসাধনী বিভিন্ন জেলায় বিক্রি করত।
তাদের কারণে প্রতারিত হচ্ছিল সাধারণ জনগণ। গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নকল প্রসাধনী জব্দ করি। এসময় আটক তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিচারক তাদের এক মাস করে কারাদণ্ড ও জরিমানা করেন।