বরিশাল
বরিশালে দুই সাংবাদিক হামলায় ছাত্র ফেডারেশনের নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি
বরিশালের আদালত প্রাঙ্গনে সাংবাদিক এন আমিন রাসেল ও মনিরুল ইসলামের ওপর ন্যাক্কারজনক হামলায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৩ টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি সাকিবুল ইসলাম সাফিন ও সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব এক যৌথ বিবৃতিতে বরিশালের আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এন আমিন রাসেল ও মনিরুল ইসলামের ওপর কতিপয় দুর্বৃত্তের ন্যাক্কারজনক হামলার ঘটনায় নিন্দা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সহিংস আক্রমণ বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া খুবই উদ্বেগের। দেশে অবাধ তথ্য প্রবাহে সাংবাদিকদের ভুমিকা অনস্বীকার্য। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সহিংস আক্রমণ দেশের সার্বিক গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হওয়ার সামিল। তাই অবিলম্বে এই হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।