বরিশাল
বরিশালে ভিজিএফ কার্ডের চাল বিতরণে অনিয়ম, চালের পরিবর্তে টাকা দেয়ার অভিযোগ
বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুরে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৩ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চাল বিতরণে এ অনিয়মের অভিযোগ পাওয়া যায়।
ভিজিএফ কার্ডের চালের পরিবর্তে টাকা পাওয়ার কোনো সরকারি ঘোষণা বা নিয়ম নেই। ভিজিএফ কার্ডধারীরা সাধারণত চাল বা খাদ্য সহায়তা পাওয়ার কথা থাকলেও প্রায় ৫০ জন কার্ডধারীকে চাল না দিয়ে ৩০০ টাকা করে দিয়েছে ইউপি চেয়ারম্যান রশিদ সরদার।
কড়াপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা তোফাজ্জল হোসেন বলেন- হাত থেকে চাল দেয়ার কথা বলে চেয়ারম্যান কার্ড ছিনিয়ে নিয়ে চাল না দিয়ে ৩০০ টাকা দিয়ে পাঠিয়ে দেন।
প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য আবুল বাসার বলেন- চাল বিতরণের সময় আমি উপস্থিত ছিলাম। প্রায় ৫০ জন কার্ডধারী বিকেলে গিয়ে চাল পায় নাই তাদের ৩০০ টাকা করে দেওয়া হয়েছে।
একাধিক উপকারভোগী জানান, প্রত্যেক দরিদ্র উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়া কথা থাকলেও ৬/৭ কেজি করে দেওয়া হয়েছে।
চাল বিতরণকালে পরিষদে উপস্থিত ছিলেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ সরদার ও ট্যাগ অফিসার আসাদুজ্জামান। তাদের উপস্থিতিতেই প্রত্যেক উপকারভোগীকে চাল কম দিয়ে বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট ট্যাগ অফিসার মো: আসাদুজ্জামান বলেন- বিতরণে কোন অনিয়ম হয় নাই। আমি ১টা পর্যন্ত ছিলাম তারপর থেকে আমার এক শিক্ষককে দায়িত্ব দিয়েছি আসছি।
রায়পাশা-কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান রশিদ সরদার বলেন, সবার মাঝে সঠিক ভাবে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। চালের পরিবর্তে টাকা দেয়ার বিষয়ে জিজ্ঞেস তিনি স্বীকার করে বলেন- কিছু দরিদ্র মানুষ আসছে চালের জন্য তাদের টাকা দিয়ে বিদায় দিয়েছি।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইকবাল হাসান বলেন, চাল বিতরণে অনিয়মের খবর জানা নেই। ঘটনার সত্যতা পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।