বরিশাল
বরিশালে হ্যান্ডকাপ পরিহিত ছিনিয়ে নেওয়া মাদক কারবারিসহ আটক ১০
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাপ পরিহিত মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। পরে ওই মাদক কারবারি ও তার ১০ সহযোগীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ মার্চ) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২২ মার্চ) বিকেলে তাদের গ্রেপ্তারের পর মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা করা হয় বলে জানিয়েছেন ওসি জাকির সিকদার।
আটক মাদক কারবারি হলেন- নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকার বাসিন্দা মৃত আব্দুল মালেক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার ওরফে চহঠা রাসেল (৪০)। গ্রেপ্তার অন্যরা হলেন- মো. রাসেল, সালাউদ্দিন, মাসুম, হাফিজ তালুকদার, রুম্মান, তসলিম, আবির, নারগিস, আনিছ ও মিলন হাওলাদার।
পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল জানতে পারে ১৪টি মাদক মামলার আসামি রাসেল বিপুল পরিমাণ মাদকের একটি চালান এনেছেন। সেই খবরে বিকেলে অভিযান চালিয়ে ইয়াবা প্যাকেটজাত করার সময় রাসেল ও তার সহযোগীকে আটক করে পুলিশ। মাদক কারবারি রাসেলকে হ্যান্ডকাপ পরানোর পর পুলিশের ওপর হামলা করেন তিনি। এ সময় কিল, ঘুষি ও লাথি দিয়ে পুলিশ সদস্যদের আহত করেন রাসেল। এক পর্যায়ে রাসেলের সহযোগী সনেট এসে এএসআই দেলোয়ার হোসেনকে শাবল দিয়ে আঘাত করেন। পরে তার অন্যান্য সহযোগীরা এগিয়ে হ্যান্ডকাপসহ রাসেলকে ছিনিয়ে নিয়ে যান।
খবর পেয়ে আরও পুলিশ সদস্যরা এসে অভিযান চালিয়ে রাতেই রাসেল ও তার ১০ সহযোগীকে আটক করে।
এ ঘটনায় এয়ারপোর্ট থানার এসআই আকতার হোসেন বাদী হয়ে নামধারী ১৫ জন ও অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে বেআইনে জনতায় হামলা, পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়াসহ গুরুতর ও সাধারণ জখম করার অভিযোগ আনা হয়েছে।
জিআরও মিলি খানম বলেন, ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের রোববার কারাগারে পাঠানো হয়েছে।