বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ব্যবহার করে টাকা দাবি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে +880 1894096200 নম্বর থেকে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। সেইসাথে বিভ্রান্তিমূলক বিভিন্ন বার্তা প্রেরণ করছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. ফয়সল মাহমুদের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এতে বলা হয়, প্রকৃতপক্ষে হোয়াটসঅ্যাপে ব্যবহৃত নম্বরটি উপাচার্য বা বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোন অফিসিয়াল নম্বর নয়।
ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে ওই অজ্ঞাত ব্যক্তি সাবেক প্রক্টরকে বলেন, ‘হ্যালো, কেমন আছেন? আপনি এই মুহূর্তে কোথায়?’
অন্য আরেকটি পাঠানো বার্তায় বলেন, বর্তমানে সীমিত সময়ের জন্য আমি (উপাচার্য) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং এ যোগ দিচ্ছি। আমার জন্য জরুরিভাবে আপনি অনুগ্রহ করে কিছু অর্থ পাঠাতে পারেন! এসময় ঢাকা যাওয়ার কথা বলে ১৫ হাজার টাকা দিতে বলেন তাকে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, উপাচার্যের নাম ও ছবি দিয়ে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর বার্তা পাঠানো হচ্ছে যেটি অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা প্রাথমিকভাবে পুলিশকে অবগত করেছি। এছাড়া বিভ্রান্ত এড়াতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সতর্কতা করতে একটি নোটিশ দেওয়া হয়েছে।