বরিশাল
বিশ্ব পানি দিবসে বরিশালে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালুর আহ্বান
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে ‘সুপেয় পানির সংকট নিরসনে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর বাস্তবায়ন চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বেলা ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) এর আয়োজনে সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভংকর চক্রবর্তী, শিশু সংগঠক আখতারুল কবীর, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ এরিয়া কো অর্ডিনেটর এস. এম. রাশেদ, বরিশাল প্রতিবেশ ফোরামের সদস্য সচিব এ্যাড. সুভাষ দাস সহ বিআরইউ সংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- বিআরউই’র সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সহ সাংবাদিক সুশান্ত ঘোষ, রবিউল ইসলাম রবি, মাসুদ রানা ও মিথুন সাহা প্রমুখ।
বক্তারা বলেন, ভূগর্ভস্থ পানিতেও লবণাক্ততার তীব্রতা বেড়েই চলেছে। সুপেয় পানির সংকটে উপকূলবাসীসহ নানা সাখানের মানুষ দিশেহারা। সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে সরকারকে টেকসই, জনবান্ধব ও পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। বরিশালে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু নিশ্চিত করতে হবে। পাশাপাশি নাব্যতা হারানো নদী, খাল ও পুকুর খননের মাধ্যমে পানি সংকট নিরসনের দাবি জানান বক্তারা।