বরিশাল
ইসরাইয়েলি গণহত্যা বন্ধের দাবিতে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক : যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ ও সংহতি সমাবেশ হয়েছে।
গণহত্যা বন্ধের দাবি জানিয়ে শনিবার (২২ মার্চ) নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে বাসদের বরিশাল জেলার নেতাকর্মীরা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়৷
মিছিল শেষে একটি সমাবেশ করেন তারা। নানা স্লোগানের প্লাকার্ড হাতে নিয়ে সমাবেশে অংশ গ্রহন করে শিশু সহ নানা বয়সের মানুষ। এ সময় তারা বলেন, যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরাইলি হামলা ও গণহত্যা দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে। এ বিষয়ে জাতিসংঘের প্রতি উদ্যোগ নেওয়ার দাবিও জানান আন্দোলনকারীরা।
এদিকে, একই দাবিতে নগরীর অশ্বিনী কুমার হলের সামনেই সংহতি সমাবেশ করেন গণসংহতি আন্দোলনের বরিশাল জেলার সদস্যরা। এসময় তারা দাবি করেন, অনতিবিলম্বে বোমা মেরে শিশুদের হত্যা বন্ধ করতে হবে। এই বিক্ষোভ সমাবেশে সমাজতান্ত্রিক দল বাসদ ও গণসংহতি আন্দোলনের নানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।