বরিশাল
বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক : যুদ্ধ বিরতির মধ্যেও ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির বরিশাল মহানগর শাখার উদ্যোগে বৃহষ্পতিবার (২০মার্চ) দুপুরে সদর রোডে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, মহানগরীর সহ-সেক্রেটারি মিজানুর রহমান, বিমান বন্দর থানা আমীর অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, বরিশাল মহানগর ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি আমিনুল ইসলাম, কোতয়ালি উত্তর থানা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইন, কাউনিয়া থানা আমীর মোস্তাফিজুর রহমান।
সভাপতির বক্তব্যে মহানগর আমীর বলেন, শতাব্দীকালব্যাপী ইসরাইল ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে। যুদ্ধবিরতি থাকার পরও রমজান মাসে কাপুরুষের মত নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে ৪ শতাধিক নারী শিশু হত্যা করেছে। আমরা আহবান জানাচ্ছি মুসলিম বিশ্বের সকল নেতৃবৃন্দ বিশেষ করে ওআইসি এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারে।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুসলিম বিশ্বের দুর্বল নেতৃত্ব ও ওআইসি দায়িত্বশীলদের গাফলতির কারনে গাজার গণহত্যার ব্যাপারে কার্যকর কোন ভ‚মিকা রাখতে পারছে না।
আমরা বর্তমান সরকারের প্রতি আহবান জানাই জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বিপ্লবী সরকার জাতিসংঘে প্রস্তাব তুলে ফিলিস্তিনের জনগণের পাশে দাড়াবে, ইসরাইল জন্মলগ্ন থেকে সন্ত্রাসী কর্যক্রম চালিয়ে যাচ্ছে, এই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। এদিকে বিকেলে একই দাবিতে বিভিন্ন সংগঠন বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।