বরিশাল
ফিলিস্তিনে গণহ’ত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রশিবিরের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগর শাখা ইসলামী ছাত্রশিবির ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে নগরীর টাউন হল চত্বরে এ মানববন্ধন করা হয়।
শিবিরের মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি হাসান নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি। এক সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম, মহানগরীর অফিস সম্পাদক ইকরামুর রহমান, প্রচার সম্পাদক রাশেদুল হাসান, অর্থ সম্পাদক আব্দুর রহমান সুজন, বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মনিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. রেজওয়ানুল হক বলেন, ইহুদিরা মুসা (আঃ) থেকে শুরু করে সভ্যতার উত্থান-পতনের প্রতিটি পড়তে পড়তে বিশ্বাসঘাতকতা করেছে, এই পৃথিবীতে যত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তার বেশির ভাগই সৃষ্টি করেছে ইহুদিরা। যুদ্ধ বিরতির নামে বহু নাটক করে আবার সেই যুদ্ধবিরতি নিজেরাই ভঙ্গ করে বহু শিশুদের হত্যা করেছে। ইসরাইল পশ্চিমে শক্তি ও আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায় এবং সমর্থনে এই ধরনের গণহত্যা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাই অনতিবিলম্বে এই গণহত্যা বন্ধ করুন এবং এখনই ইজরায়েলিদের বিচারের মুখোমুখি দাঁড় করান।
একটি মুসলিম রাষ্ট্রের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের মাধ্যমে জাতিসংঘের প্রতি এই গণহত্যা বন্ধের আহ্বান জানানোর দাবি তোলেন তিনি।
জাতিসংঘের প্রতি আরো আহ্বান জানিয়ে ডা. রেজওয়ানুল হক বলেন, মানবতার কথা শুধু মুখে না বলে কাজের মাধ্যমে তার প্রমাণ দিন।
ভারত ইসরাইলসহ সারা বিশ্বে মুসলিমদের উপর যে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে, তার প্রতিবাদে বিশ্বের সকল আন্তর্জাতিক সংস্থাগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।