বরিশাল
বরিশালে নদীতে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নে নিজের আপন ছোট ভাই ও বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নদীতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
মৃত শিক্ষার্থীর নাম মোহাম্মদ আবির ইসলাম সিয়াম (১৮)। সে সরকারি বরিশাল হাতেম আলী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র এবং নগরীর কাউনিয়া এলাকার কমিশনার গলির বাসিন্দা আলমগীর খানের ছেলে।
গত বুধবার সন্ধার পরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। এরপূর্বে ওইদিন দুপুর দুইটার দিকে আবির তার ছোট ভাই আলভী, বন্ধু সৌরভ ও পাভেলের সাথে সায়েস্তাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোখলেস মেম্বারের বাড়ির পাশের নদীতে গোসল করতে যান।
একপর্যায়ে সবাই তীরে উঠতে সক্ষম হলেও আবির পানির গভীরে তলিয়ে যায়। ওইসময় আবিরের ছোটভাই ও বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। সদর নৌ-থানার এসআই মো. বেলায়েত হোসেন বলেন, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।