বরিশাল নগরীর একতলা লঞ্চঘাটের প্রবেশ মুখের উত্তর পাশে ফুটপাতে ভাসমান দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ পেয়ে ছুটে যান বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন। এ সময় চাঁদাবাজদের কঠোর হুশিয়ার দেন তিনি।
বুধবার (১২ মার্চ) দুপুর ২ টার দিকে তিনি লঞ্চঘাটে গিয়ে ভাসমান ব্যবসায়ীদের সাথে কথা বলে সকল ধরনের চাঁদাবাজি রোধের আশ্বাস দেন। পাশাপাশি তিনি বলেন- আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের পাশে থাকতে বলেছেন। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেয়া হবে না। এরপরেও যদি কেউ বিতর্কিত কর্মকাণ্ডে জড়ান তাহলে দল থেকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোন চাঁদাবাজের সাথে বিএনপির কোন সম্পৃক্তা নেই।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম সাবু, সদস্য সচিব সেলিম মোল্লা, বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তৌফিকুল ইসলাম ওরফে ইমরানসহ আরো অনেকে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এক তলা লঞ্চঘাটের প্রবেশ মুখের ফুটপাতের উপর বেশকয়েকজন ভাসমান ব্যবসায়ী ইফতারিসহ নানা পণ্যের দোকান বসিয়ে বিক্রি করছে।