বরিশাল
বরিশালের ২৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
নিজস্ব প্রতিবেদক : রাতকানাসহ বিভিন্ন রোগ প্রতিরোধে বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৪২ উপজেলার ৫ মাস থেকে ৫৯ মাসের বয়সী প্রায় ২৪ লাখ শিশুকে আগামী ১৫ মার্চ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতোমধ্যে এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে সিটি করপোরেশনসহ বরিশাল বিভাগসহ জেলা ও উপজেলা স্বাস্থ্য প্রশাসন।
মঙ্গলবার বরিশাল নগর ভবনে স্বাস্থ্য অধিদপ্তর ও বরিশাল সিটি করপোরেশনের পৃথক অবহিতকরণ সভায় বিভাগীয় কমিশনার ও নগর প্রশাসক রায়হান কাওসার এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, শিশুদের রাতকানা রোগসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ একটি অত্যাবশ্যকীয় স্বাস্থ্য উপকরণ। কিন্তু মানবদেহে কখনো ভিটামিন ‘এ’ তৈরি হয় না। তাই ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় দেশে প্রতিবছর দুবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে। চলতি বছর প্রথম দফায় আগামী ১৫ মার্চ এ কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচির মধ্যে বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৬ মাস থেকে ৯ মাস বয়সী সাড়ে ৮ হাজার এবং ১০ থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৫০০ শিশুকে নগরীর ২০০টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
নগরীর বাইরে ৪২টি উপজেলার ৫ মাস থেকে ৯ মাস বয়সী ১ লাখ ৪৩ হাজার শিশুকে এবং ১০ থেকে ৫৯ মাস বয়সী ১১ লাখ ১৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা গেছে। প্রায় ১৮ হাজার স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক ৯ হাজার কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।