বরিশাল
বৈষম্যহীন দেশ গড়তে হলে সবাইকে ট্যাক্স দিতে হবে : বরিশালে এনবিআর চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক : দেশে ভ্যাট ট্যাক্স আদায় কম বলে বাংলাদেশ ঋণগ্রস্ত জাতি হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, বহির্বিশ্বের চেয়ে বাংলাদেশের ভ্যাট-ট্যাক্স আদায় কম। তাই বাংলাদেশ ঋণগ্রস্ত জাতি হয়ে যাচ্ছে। বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতা বাড়ছেই।
তিনি আরো বলেন, দেশের উন্নয়নে রাজস্ব বাড়ানোর বিকল্প নেই। আর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে যার যার সামর্থ্য অনুযায়ী সবাইকে ট্যাক্স দিতে হবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বরিশাল ক্লাবের কনফারেন্স কক্ষে ২০২৫-২৬ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড ও বরিশাল চেম্বার অব কমার্সের আয়োজনে এ সভা হয়েছে।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘দেশে ট্যাক্স আদায়ের পরিমাণ অনেক কম। উন্নত বিশ্বের ইউরোপ ৪৫ শতাংশ, আমেরিকা ৩৫ শতাংশ, জাপান ২৪ শতাংশ ট্যাক্স আদায় করলেও বাংলাদেশের ৭ শতাংশের এর সামান্য বেশি আদায় হচ্ছে। এ কারণে আমাদের ঋণ করতে হয়। বিশাল জনগোষ্ঠীর চাহিদা পূরণে অর্থ প্রয়োজন, তাই রাজস্ব আয় বাড়াতে হবে।
এনবিআর চেয়ারম্যান সেবাগ্রহিতাদের উদ্দেশে বলেন, অনলাইনে রিটার্ন জমা দেয়াকে আরো সহজ করা হচ্ছে। আয়কর বিভাগের কোনো কর্মকর্তা, কর্মচারী যদি দুর্নীতির আশ্রয় নেয় কিংবা কেউ হয়রানি হলে অনলাইনে অভিযোগ করবেন।
তিনি বলেন, একেকজনে একেক রকম নয়, সবাইকে নিয়ে একই প্রক্রিয়ায় ভ্যাট আইন সিস্টেমকে পুনর্গঠন করতে চায় এনবিআর।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চান। এ সময় এনবিআর মেম্বার বদিউল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বরিশাল বিভাগের ৬ জেলার ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীরা ট্যাক্স, ভ্যাট প্রদানে হয়রানি বন্ধ ও নানা দাবি তুলে ধরেন।