বরিশাল
রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে জামায়াতের র্যালি
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ, রমজানের পবিত্রতা রক্ষার দাবি এবং মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠির নলছিটি উপজেলা শাখা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আসরের নামাজ শেষে উপজেলা মডেল জামে মসজিদের সামনে থেকে স্বাগত র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এরআগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, নলছিটি উপজেলা আমির মাওলানা জাকির হোসেন খান,নায়েবে আমির সাইদুর রহমান কবির,সেক্রেটারি এম সালাম,উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ আতিকুর রহমান,কর্ম পরিষদের সদস্য আব্দুর রব,পৌর জামায়েতের আমির মাওলানা আলমগীর হোসেন।
বক্তারা, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা ও ব্যবসায়ীদের পবিত্র রমজানে রোজাদারদের খেদমতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার আহবান জানান।