আন্তর্জাতিক
আরো ৬১ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাশিয়ার
রিপোর্ট দেশজনপদ॥ নতুন করে ৬১ জন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। নিষেধাজ্ঞা তালিকায় রয়েছেন দেশটির ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং জ্বালানি মন্ত্রী জেনিফার গ্রানহোমও।
সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা আসে।
এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, নিষেধাজ্ঞার ফলে তালিকায় থাকা ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
রাশিয়ার রাজনৈতিক এবং জনপ্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার জবাব দিতেই পাল্টা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যেসব মার্কিনি রুশ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে তাদের বেশিরভাগই গণমাধ্যম, বিমান তৈরি এবং সামরিক শিল্পের প্রথম শ্রেণির কর্মকর্তা।
রাশিয়া সম্পর্কে ভুয়া তথ্য প্রচারের অভিযোগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একাধিক কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রাশিয়া-ইউক্রেনে সংঘাতকে কেন্দ্র করে মস্কো এবং ওয়াশিংটন মাঝেমধ্যেই পরস্পরের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে।