আমতলি
আমতলীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ॥ আমতলীর দক্ষিণ কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দাতা সংস্থ্যা সুইসকন্টাকট এর সহযোগিতায় আস্থা প্রকল্পের মাধ্যমে এনএসএস এ ক্যাম্পের আয়োজন করে।
দক্ষিণ কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. স্বপন তালুকদারের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি সদস্য মো. যোশেফ তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাতা সংস্থা সুইসকন্টাকট এর পটুয়াখালী ও বরগুনা জেলার সিনিয়র অফিসার মো. সাইফুল ইসলাম। এনএসএস এর মো. জহিরুল ইসলাম, আশুতোষ রায় প্রমুখ।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন খন্দকার ও ডা. রূনা বিনতে হক।
চিকিৎসা সেবা নিতে আসা আসমা বেগম বলেন, মোরা গরীব মানুষ বিনা টাহায় ডাক্তার দেহাইতে পাইর্যা ব্যামালা খুশি। রহমান নামের একজন বলেন, মোগো যারা বিনা টাহায় ডাক্তার দেহাইছে আল্লায় যেন হ্যাগো ভালো রাহে।