আগৈলঝাড়া
আগৈলঝাড়ায় হামলা-সংঘর্ষে কলেজ ও স্কুল ছাত্রীসহ ৮ জন আহত
আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় বাড়িতে যাওয়া-আসার জায়গা নিয়ে হামলা-সংঘর্ষে কলেজ ও স্কুল ছাত্রীসহ আহত হয়েছে ৮জন। গুরুতর আহত চার জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের চাউকাঠী গ্রামের শহিদুল মৃধার জায়গার পথ দিয়ে বাড়ি যাওয়ায় সময় সাদেক মৃধাকে গতকাল বৃহস্পতিবার সকালে বাঁধা দেয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় সংঘর্ষে সাদেক মৃধা, তার স্ত্রী কোহিনুর বেগম, তার ছেলে সরকারী গৌরনদী কলেজের ছাত্র কাওসার মৃধাসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় কোহিনুর বেগমকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে উপজেলার আহুতি বাটরা গ্রামের রামপ্রসাদ হালদারের সাথে বাড়ির পথের জায়গা নিয়ে গত বুধবার সন্ধ্যায় বাকবিতন্ডা হয় রনজিত হালদারের সাথে। উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় সংঘর্ষে রনজিত হালদার, তার স্ত্রী বকুল হালদার, তার মেয়ে স্কুল ছাত্রী রুনু হালদার, ঝুনু হালদারসহ ৫জন আহত হয়েছে। আহত ৩ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।