আগৈলঝাড়া
আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৮হাজার টাকা জরিমানা
গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মেয়াদ উর্ত্তীন ঔষধ ও মুদি সরঞ্জাম দোকানে রাখার অপরাধে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, বুধবার দুপুরে আইন-শৃংখলা বাহিনীর সহায়তার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন বরিশাল বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, বরিশাল বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুমী রানী মিত্র ও বরিশাল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মো. শোয়াইব মিয়া।
বরিশাল বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন জানান, মেয়াদ উর্ত্তীন ঔষধ ও মুদি সরঞ্জাম দোকানে রাখার অপরাধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইসলাম মেডিকেল ষ্টোরকে ৮ হাজার টাকা, উপজেলা সদরে নুপুর ফার্মেসীতে ৩ হাজার টাকা, অসিম মেডিকেল হল ৩ হাজার টাকা, সুমন ফার্মেসী ২ হাজার টাকা ও সুলতান মুদি ষ্টোরে ২ হাজার টাকাসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এসময় ভ্রাম্যমান অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার ও বরিশালের এপিপিএন সদস্যরা।