আগৈলঝাড়া
আগৈলঝাড়ায় ফিলিং স্টেশনে লটারীর ড্র অনুষ্ঠিত
আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বাইপাস সংলগ্ন আগৈলঝাড়া ফিলিং স্টেশনে লটারীর ড্র অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, আগৈলঝাড়া ফিলিং স্টেশনে গত জানুয়ারী থেকে জুন পর্যন্ত যে সব ক্রেতা পাঁচ শত টাকার বিনিময়ে পেট্রল, অকটেন, ডিজেল ও মবিল কিনেছেন তাদের জন্য লটারীর ব্যবস্থা করা হয়। বুধবার বিকেলে উপজেলা সদরের বাইপাস সংলগ্ন আগৈলঝাড়া ফিলিং স্টেশনের মালিক গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভুইয়ার সভাপতিত্বে লটারীর ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারিছুর রহমান, গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমান, সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আলামিন হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা
যুবলীগের সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত, ইমরান হোসেন প্রমুখ। লটারীর ড্র অনুষ্ঠানে ১ম পুরুস্কার হিসেবে একটি মটরসাইকেল পায় উপজেলার যবসেন গ্রামের রিয়াজুল ইসলাম। এছাড়া ১০টি ক্যাটাগরিতে পুরুস্কার বিতরণ করা হয়।