আগৈলঝাড়া
আগৈলঝাড়ায় পানিতে ডুবে ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিলের পানিতে ডুবে সত্তর বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) দুপুরে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের বিধান হালদারের বৃদ্ধা মা উর্মিলা হাজরা (৭০) আস্কর বিলে নৌকা নিয়ে অন্যর বাড়ি থেকে নিম পাতা সংগ্রহ করতে যান।
অনেক সময় অতিবাহিত হলেও উর্মিলা বাড়ি ফিরে না আসায় তার ছেলে বিধান অপর এক নৌকায় মা’কে খুঁজতে বিল যান।
ওইসময় বিলের পানিতে ভাসতে দেখে, তাকে উদ্ধার করে পয়সা আদর্শ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উর্মিলাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা (যার নম্বর-১২/২১) দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।