আগৈলঝাড়া
আগৈলঝাড়ায় নেশার টাকার জন্য স্ত্রীকে শারীরিক নির্যাতন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় মধ্যশিহিপাশা গ্রামের নেশাগ্রস্থ স্বামীর নেশার টাকার জন্য মঙ্গলবার স্ত্রীকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় বুধবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্সে আহত সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামের দানিয়েল চৌধুরী তার স্ত্রী মিলিতা বাড়ৈর কাছে মঙ্গলবার বিকেলে নেশা খাবার জন্য টাকা চায়। স্ত্রী মিলিতা বাড়ৈ টাকা দিতে অস্কীকৃতি জানালে তাকে শারীরিক নিযার্তন করে গুরুতর আহত করে। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বুধবার সকালে মিলিতা বাড়ৈ বাদী হয়ে স্বামী দানিয়েল চৌধুরীকে বিবাদী করে আগৈরঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযুক্ত দানিয়েল চৌধুরী এ বিষয়ে বলেন, নেশার খারার টাকা জন্য তাকে মারধর করি নাই, আমার কথা না শোনার কারণে তাকে মারধর করা হয়েছে।
এব্যাপারে আগৈরঝাড়া থানা থানা ওসি তদন্ত মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।