আগৈলঝাড়া
আগৈলঝাড়ায় একঝাঁক যুবকের স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ ভাঙ্গা রাস্তা মেরামত
গৌরনদী প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেংঙ্গুটিয়া গ্রামে প্রায় অর্থ কিলোমিটার ভাঙ্গা ও ঝুঁকিপূর্ণ রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে।১৮ই আগস্ট বুধবার সকাল ১০ থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত একঝাক তরুন উর্দীমান যুবকের স্বেচ্ছাসেবী সংগঠন চেংঙ্গুটিয়া যুব সমাজ এর উদ্যোগে এই মেরাতম কাজ সম্পন্ন হয়।
পর্যায় ক্রমে ঝুঁকিপূর্ন খানাখন্দের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করা হবে। এসময়ে উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব ও সমাজসেবক হাজী মোঃ মোহসীন হোসেন তালুকদার, সংগঠনের উপদেষ্টা ও গৌরনদী উপজেলা প্রেসক্লাব সদস্য সাংবাদিক আতাউর রহমান চঞ্চল।
সংগঠনের প্রধান সমন্বয়ক সৈয়দ মাজারুল ইসলাম রুবেলের নেতৃত্বে কার্যনির্বাহী সদস্য কাজল তালুকদার,আহাদ তালুকদার,ইয়াসিন তালুকদার সহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা উক্ত মেরামত কাজে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, চেংঙ্গুটিয়া বাজার থেকে চেংঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে খানাখন্দ এবং যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ছিল।চেংঙ্গুটিয়া যুব সমাজের এমন উদ্যোগকে সাধারণ পথচারী এবং পরিবহন শ্রমিক সহ সকলে সাধুবাদ জানায়।