বরিশাল
নগরীতে গাঁজাসহ আটক করে সন্দেহভাজনে চালান
নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীর স্ব-রোড বাকলার মোড় থেকে সিয়াম (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা নিয়ে নাটক করছে কাউনিয়া থানা পুলিশ। প্রথমে এক পোটলা গাঁজাসহ আটকের কথা স্বীকার করলেও পরে কোর্টে চালান করে সন্দেহভাজন (৮১ ধারা) আটক হিসেবে। সিয়াম নগরীর স্বরোড এলাকার বাসিন্দা মোহনা কমিউনিটি সেন্টারের মালিক কে এম ইলিয়াছের ছোট ছেলে।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া এসআই গোবিন্দ সাহাকে রাতে ফোন দেওয়া হলে বলেন, ৯ সেপ্টেম্বর মাদকবিরোধী একটি অভিযানে নগরীর স্ব রোড বাকলার মোড় থেকে সিয়ামকে এক পোটলা গাঁজাসহ আটক করা হয়। পর দিন ১০ সেপ্টেম্বর সকালে তাকে ফোন দেওয়া হলে তিনি বলেন, সিয়ামকে কোর্টে সন্দেহভাজন হিসেবে চালান দেওয়া হয়েছে। এ বিষয়ে সংবাদ না করার জন্য অনুরোধ করেন তিনি।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামন আসাদ রাতে বলেছিলেনন, মাদকদ্রব্য গাজা যতটুকু পাওয়া গেছে ওইটারই মামলা হবে। সকালে ফোন করলে বলেন, ৮১ ধারায় চালান দেওয়া হয়েছে, এটার আবার নিউজ কি করবেন?।
এ বিষয়ে কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার গোলাম সরোয়ার বলেন, আমি বিষয়টা জানি না। খোঁজ নিয়ে দেখবো।
এরকম বাণিজ্য কাউনিয়া থানা পুলিশের বিরুদ্ধে অহরহ তবে এর কোনো প্রতিকার নেই।