দলিল লেখক রিয়াজ হত্যা মামলার নিরপেক্ষ তদন্তের দাবী

দেশ জনপদ ডেস্ক | ১৭:৩৪, সেপ্টেম্বর ০৭ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলা চরমোনাইর চাঞ্চল্যকর দলিল লেখক রিয়াজ হত্যা মামলায় খুনীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ও এই ঘটনার সুষ্ঠ তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবী করেন হত্যা মামলার বাদী নিহত রিয়াজের বড় ভাই মনিরুল ইসলাম রিপনসহ তার পরিবারের সদস্যরা। লিখিত বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, রিয়াজের স্ত্রী আমিনা আক্তার লিজার পরকিয়া প্রেমিক মূল অভিযুক্ত মাসুম হোসেন দফাদারকে এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। ২০১৯ সালে ১৮ই এপ্রিল মধ্য রাতে দলিল লেখক রেজাউল করিম রিয়াজ ও তার স্ত্রী লিজার নিজ ঘরের শয়ন কক্ষে রিয়াজকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরের দিন রিয়াজের ভাই রিপন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজের স্ত্রী লিজাকে আটক করে পুলিশ। পুলিশী জিজ্ঞাসাবাদে লিজা স্বামীকে হত্যায় জড়িত থাকাসহ মূল রহস্য স্বীকার করে। পরে স্ত্রী আমেনা আক্তার লিজা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। জবানবন্দিতে লিজা স্বীকার করে তার স্বামীর সহকারী তার পরকীয়া প্রেমিক মাসুম হোসেন দা দিয়ে কুপিয়ে ঘুমন্ত রিয়াজকে হত্যা করে। এসময় তার অন্য সহকারী হাবিব বালিশ দিয়ে মুখ চেপে ধরে। এর আগে তিনি (স্ত্রী) রিয়াজকে হত্যার উদ্দেশ্যে ১৬ টি ঘুমের ওষুধ কৌশলে দুধের সাথে মিশিয়ে রাখেন। যা খেয়ে বেহুশ হয়ে পড়ে রিয়াজ। ওই অবস্থায়ই কুপিয়ে খুন করা হয় তাকে। এদিকে ঘটনার এক বছরে ৩ বার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হলেও তদন্ত কার্যে বাস্তবিক কোন অগ্রগতি হয়নি বলে দাবী করেছেন বাদী রিপন। আর স্ত্রী লিজা জামিনে থেকে মাসুমের সাথে গোপন যোগাযোগের মাধ্যমে নানাভাবে মামলার কার্য প্রভাবিত করছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে রিয়াজ হত্যার পর থেকে এখন পর্যন্ত লিজার পরকিয়া প্রেমিক মাসুম দফাদার পলাতক রয়েছে। অন্যদিকে কিছুদিন আগে ৩ জন ছিচকে চোর ও মাদক সেবীকে খুনের দায়ে গ্রেফতার করে আদালতে জবানবন্দি দেয়ায় তারাই খুন করেছে রিয়াজকে। কিন্তু এদের তিনজনের বক্তব্যই ভিন্ন ছিলো। তাই রিয়াজ হত্যার ঘটনাটি সুষ্ঠ তদন্ত করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে।